Announcement:

Language:  

প্রধান শিক্ষকের বানী

"শিক্ষাই প্রগতি, শিক্ষাই মুক্তি"- এ উপলব্ধিকে মর্মে ধারণ করে কিছু স্বপ্নদ্রষ্টার ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয় নন্দনগাছী বহুমুখী উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠালগ্নে, যা বিস্তৃত  এলাকার শিক্ষার্থীদের জন্য হরে উঠে জ্ঞানার্জনের একমাত্র বিদ্যাপীঠ । অদ্যবধি প্রতিষ্ঠানটি  আলোকিত সমাজ গঠনে, মানবিক মানুষ গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ। যার ফলশ্রুতিতে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা দেশ ও বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠার সাথে  দায়িত্বশীলতার স্বাক্ষর রেখে চলেছে । 

বর্তমানে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতা বিকাশের অন্যতম সহায়ক হয়ে উঠেছে তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার, যা পরিবর্তনশীল পৃথিবীর সাথে খাপ খাওয়াতে সক্ষম দক্ষ মানব সম্পদ তৈরির ও অন্যতম হাতিয়ার। এ কথা নিশ্চিত ভাবেই বলা যায় যে, আমাদেরকে ইনফরমেশন হাইওয়েতে উঠতে গেল, চলতে গেলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার "স্মার্ট  বাংলাদেশ" গড়ার নিমিত্তে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে তথ্য প্রযুক্তির আওতাভুক্ত করতে হবে। । আমাদের প্রতিষ্ঠানটির খোলা ওয়েব সাইট সরকারের ভিসন ২০২১ এর সাথে একাত্মতা প্রকাশ করছে। 
ওয়েব সাইটটির সফল ও সর্বোত্তম ব্যবহার শুনগত শিক্ষা নিশ্চিতকরণে, ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি। শুভ হোক "স্মার্ট বাংলাদেশ" বিনির্মানের এ মহৎ উদ্যোগ।

   

 প্রধান শিক্ষকের                                                                                                                     

নন্দনগাছী বহুমুখী উচ্চ বিদ্যালয়